Mathbaria Govt College
নিউজ:

দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফলাফলের সংশোধিত নোটিশ।

উপাধ্যক্ষ মহোদয়ের বাণী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী  শীর্ষ বিদ্যাপীঠ মঠবাড়িয়া সরকারি কলেজ। অত্র অঞ্চলের কতিপয় শিক্ষানুরাগী মহান ব্যক্তির অসামান্য অবদান ও নিরলস প্রচেষ্টার ফসল আজকের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মঠবাড়িয়া সরকারি কলেজ৷

মঠবাড়িয়া সরকারি কলেজে বর্তমান ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে৷  তাছাড়া উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা), ডিগ্রি (পাস) কোর্স (বিএ/বিএসএস/বিবিএস) চালু রয়েছে৷

শিক্ষার মানোন্নয়নের লক্ষে¨ এ কলেজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ যেমন-কুইজ পরীক্ষা, ত্রৈমাসিক, ষান্মাসিক বার্ষিক পরীক্ষা ইত্যাদি৷ নির্বাচনি পরীক্ষার পর ছোট ছোট গ্রুপ করে এক একজন শিক্ষকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষনের আওতায় তাদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ফলে কলেজের সার্বিক ফলাফলে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
কলেজে জাতীয় পর্যায়ের সবগুলো অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়৷ তাছাড়া কলেজে শিক্ষা-সংস্কৃতি ও সাহিত্য চর্চার মনোরম পরিবেশ রয়েছে৷ লেখাপড়ার পাশাপাশি কলেজে প্রতি বছর আন্তঃ ও বহি: ক্রীড়া অনুষ্ঠিত হয়৷

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কলেজে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে৷ রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা। কলেজে রয়েছে একটি ডায়নামিক ওয়েব সাইট। কলেজে চলছে ব্যাপক উন্নয়ন কাজ৷ বিজ্ঞান ভবনের এক্সটেনশন কাজ সমাপ্তির পথে৷ কিছুদিনের মধ্যে আরো ‍দুটি ভবনের কাজ শুরু হবে৷

এ কলেজে রয়েছে সুন্দর শিক্ষার পরিবেশ৷ শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সুন্দর পরিকল্পনা ও উচ্চ অভিপ্রায়ে প্রতিষ্ঠানটি একদিন একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে-এ আশাই সকলের অন্তরে৷

 

বর্তমান অধ্যক্ষ মহোদয়

বর্তমান অধ্যক্ষ মহোদয়

প্রফেসর গোলাম মোস্তফা
অধ্যক্ষ

সুবর্ণজয়ন্তী কর্নার

সুবর্ণজয়ন্তী কর্নার
Top